Unitex Group handed over medical equipment to Araihajar Health Complex and Hospital. Mr. Md. Zobaidul Islam Chowdhury, the Operation Director of Unitex Group handed over the medical equipment to Dr. Sayma Afroz, the Upazila Health and Family Planning Officer of Araihajar Upazila, Narayngonj. Mr. Md. Masuduzzaman, the CMO of Unigas was present in the meeting among others.
ইউনিটেক্স গ্রুপের পক্ষ থেকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরে চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করা হয়। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনাব মোঃ জোবাইদুল ইসলাম চৌধুরী, ডিরেক্টর অপারেশনস, ইউনিটেক্স গ্রুপ এবং ইউনিগ্যাস এর সিএমও জনাব মাসুদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাঃ সায়মা আফরোজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, আড়াইহাজার উপজেলা।
On behalf of Unitex Steel Mills Ltd. iftar food was distributed among local people of Doulotpur, Chhagolnaiya, Feni.
ইউনিটেক্স স্টিল মিলস লি. এর পক্ষ থেকে ফেনী জেলার ছাগলনাইয়ার দৌলতপুর এলাকায় স্থানীয় জনসাধারণের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
As an attempt to fight Covid -19, Unitex LP Gas Ltd. has provided Shaheed Syed Nazrul Islam Medical College Hospital with High- Flow Heated Respiratory Humidifier Machines. A small ceremony was held on 6th September, Sunday at 12:30 a.m. on the conference room of Shaheed Syed Nazrul Islam Medical College Hospital where Md. Zobaidul Islam Chowdhury, Director (Operations) of Unitex LP Gas Ltd. handed over two machines to Dr. Syed Mohammad Monjurul Haque, Director, Shaheed Syed Nazrul Islam Medical College Hospital. Mr. Abdur Rahman (Project Director), Md. Masuduzzaman (Chief Marketing Officer) of Unitex LP Gas Ltd and Dr. MD. Helal Uddin (Deputy Director) of Shaheed Syed Nazrul Islam Medical College Hospital were present at the ceremony as special guests. Senior employees of the hospital were also present in the event. In light of the current Covid- 19 situation, we believe this to be an effective step towards social welfare.
It is to be noted that, Unitex LP Gas Ltd. has recently started distribution of “UNIgas”- LPG brand of Unitex LP Gas Ltd. in Kishoreganj area.
করোনা পরিস্থিতিতে মানবসেবায় অবদান হিসেবে ইউনিটেক্স এলপি গ্যাস লি.-এর পক্ষ থেকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল
কলেজ হাসপাতালে হাই-ফ্লো হিটেড রেসপিরেটরি হিউমিডিফায়ার মেশিন হস্তান্তর করা হয়। ৬ সেপ্টেম্বর ২০২০ রবিবার দুপুর ১২:৪৫ টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল-এর কনফারেন্স রুমে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ইউনিটেক্স এলপি গ্যাস লি.-এর ডিরেক্টর (অপারেশন) জনাব মো. জোবাইদুল ইসলাম চৌধুরী, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জনাব ডা. সৈয়দ মো. মঞ্জুরুল হক-এর কাছে ২টি মেশিন হস্তান্তর করেন। হাসপাতালের ডেপুটি ডিরেক্টর ডা. মো. হেলাল উদ্দীন এবং ইউনিটেক্স এলপি গ্যাস লি.-এর প্রোজেক্ট ডিরেক্টর জনাব আবদুর রহমান এবং চিফ মার্কেটিং অফিসার জনাব মো. মাসুদুজ্জামান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে এবং হাসপাতালের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। চলমান করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের চিকিৎসা সেবায় হাই-ফ্লো হিটেড রেসপিরেটরি হিউমিডিফায়ার মেশিন সহায়ক ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ইউনিটেক্স এলপি গ্যাস লি. এর এলপিজি ব্র্যান্ড ‘ইউনিগ্যাস’ সম্প্রতি কিশোরগঞ্জে বাজারজাত শুরু হয়।
As an attempt to fight Covid -19, Unitex LP Gas Ltd. has provided Faridpur Medical College Hospital with High- Flow Heated Respiratory Humidifier Machine. A small ceremony was held on 25th August, at 11 Am on the auditorium of Faridpur Medical College Hospital where Md. Zobaidul Islam Chowdhury, Director (Operations) of Unitex LP Gas Ltd. handed over the machine to Dr. Md. Saifur Rahman, Director, Faridpur Medical College Hospital. Mr. Abdur Rahman (Project Director), Md. Masuduzzaman (Chief Marketing Officer) of Unitex LP Gas Ltd and senior officials of Faridpur Medical College Hospital were also present at the ceremony as special guests. In light of the current Covid- 19 situation, we believe this to be an effective step towards social welfare.
It is to be noted that, Unitex LP Gas Ltd. has recently started distribution of “UNIgas”- LPG brand of Unitex LP Gas Ltd. in Faridpur Zilla.
করোনা পরিস্থিতিতে মানবসেবায় অবদান হিসেবে ইউনিটেক্স এলপি গ্যাস লি.-এর পক্ষ থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হাই-ফ্লো হিটেড রেসপিরেটরি হিউমিডিফায়ার মেশিন হস্তান্তর করা হয়। ২৫ আগস্ট ২০২০ মঙ্গলবার সকাল ১১ টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল অডিটোরিয়ামে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ইউনিটেক্স এলপি গ্যাস লি.-এর ডিরেক্টর (অপারেশন) জনাব মো. জোবাইদুল ইসলাম চৌধুরী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জনাব ডা. মো. সাইফুর রহমান-এর কাছে এ মেশিন হস্তান্তর করেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ইউনিটেক্স এলপি গ্যাস লি.-এর প্রোজেক্ট ডিরেক্টর জনাব আবদুর রহমান এবং চিফ মার্কেটিং অফিসার জনাব মো. মাসুদুজ্জামান এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। চলমান করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের চিকিৎসা সেবায় এ মেশিন সহায়ক ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ইউনিটেক্স এলপি গ্যাস লি. এর এলপিজি ব্র্যান্ড ‘ইউনিগ্যাস’ সম্প্রতি ফরিদপুর জেলায় বাজারজাত শুরু হয়।